News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

শিক্ষিত মানুষ খারাপ হলে লাভটা কি? প্রশ্ন গিয়াসউদ্দিনের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:২০ পিএম শিক্ষিত মানুষ খারাপ হলে লাভটা কি? প্রশ্ন গিয়াসউদ্দিনের

এমএ হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চেষ্টা করছি, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞানও অর্জন করবে আবার ভালো মানুষ হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ধর্মীয় শিক্ষা যেকোন ধর্মের হউক, হিন্দু হউক, খ্রিস্টান হউক, বৌদ্ধ হউক মুসলমি হউক ধর্মীয় শিক্ষা এবং নৈতিকতা শিক্ষা যদি একটা ছেলে মেয়ে,কে যদি দেওয়া হয় তাহলে সে সৎ চরিত্রবান ও ভালো মানুষ হতে পারে। আমাদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে আমাদের সন্তান, এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমাদের সন্তানরা হলো সবচাইতে মূল্যবান, এই মূল্যবান সম্পদগুলাকে ভালো মানুষ হিসেবে গড়ে না তুলতে পারলে, শুধু শিক্ষিত মানুষ করে যদি  সে খারাপ মানুষ হয়ে যায় তাহলে লাভটা কি?

তিনি আরো বলেন, পিতা,মাতা অনেক গরিব, ঈদে নতুন কাপড় নেয়,না, পুরানটা দিয়ে চলে, শত কষ্ট করে সন্তানকে ভালো একটা পোশাক দেওয়ার জন্য। খাওয়া দাওয়া হউক বা, না হউক তার সন্তান কে বই কিনে দিয়ে স্কুলে পাঠিয়ে পড়ানোর চেষ্টা করে। জায়গা জমি বিক্রি করে হলেও অনেক পিতা-মাতা সন্তান, কে লেখাপড়া করায়, তাহলে পিতা-মাতার তো একটা স্বপ্ন থাকে, কেন এই কষ্ট করছে? এটা এরজন্য করছে তার সন্তান একদিন পড়ালেখা করে ভালো নাগরিক হবে, পিতা,মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই পরিবারটা,কে সে দেখবে।

প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সাবেক স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ বলেন, একজন সাবেক এমপি এবং বর্তমান এমপি প্রার্থী হয়েও নারায়ণগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তার এতগুলি প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা করা আমাকে ভিষণভাবে মুগ্ধ করেছে।

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সদস্য সচিব হাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের পরিচালনায়  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সাবেক স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, শিশির ঘোষ অমর, নাছির উদ্দিন প্রধানসহ দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকারা। 

এর আগে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সাবেক স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজকে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।