News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

নিরপেক্ষ নির্বাচন, হাদি হত্যার বিচারের দাবি ছাত্র ফেডারেশনের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩৭ পিএম নিরপেক্ষ নির্বাচন, হাদি হত্যার বিচারের দাবি ছাত্র ফেডারেশনের

৫ জানুয়ারি (রবিবার) সকালে নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গনে শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা পোস্টারিং করেন।

যুগ্ম আহ্বায়ক অপুর্ব রায়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব শেখ সাদী, যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার,শাখার অন্যতম সংগঠক জান্নাতুল ফেরদৌস নিসাসহ অন্যান্যরা।

নেতৃবৃন্দরা বলেন, অভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষার মধ্যে নিরাপত্তা এবং প্রশাসনের কার্যকরিতা অন্যতম। অথচ আমরা এই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ওসমান হাদিকে ন্যায়, ইনসাফের বাংলাদেশ নির্মাণে যে নির্বাচন হতে যাচ্ছিলো সে নির্বাচনের প্রচারণার মধ্যেই গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হতে দেখলাম। এতে করে অভ্যুত্থানের সাথে এই নির্বাচনের নিরাপত্তা পরিবেশও প্রশ্নবিদ্ধ। এর সাথে আমরা প্রসাশনের ভূমিকাও লক্ষ্য করলাম। হত্যাকারী বাংলাদেশ ত্যাগ করেছে,আমরা প্রশাসনকে বলতে চাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কাজ। দিনে দুপুরে একজন মানুষ হত্যার শিকার যার ফুটেজও আছে কিন্তু হত্যাকারী গ্রেফতার হলো না। এটি নির্বাচনি পরিবেশকে যেমন ঘোলাটে করছে তেমন ছাত্ররাও এই রাষ্ট্র মেরামতের কাজে নিজেদের যুক্ত করতে শঙ্কিত হচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধা ওসমান হাদি,এই রাষ্ট্রের নাগরিক দিলিপ,আয়েশাসহ সকল বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিচার চাই। প্রতিটি হত্যাকান্ডের বিচার এই রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। একইসাথে যে নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে ওসমান হাদি হত্যার শিকার হলো সে নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ,অংশগ্রহণমূলক হতে হবে। নির্বাচনী পরিবেশ হতে হবে নিরাপদ।