বন্দর প্রেসক্লাবের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গুরুতর অসুস্থ ইকবাল হোসেনকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বন্দরের গণমাধ্যম কর্মীরা।
রোববার (২৫ জানুয়ারী) বিকেলে ঢাকা শেরেবাংলা নগর ন্যশনাল অব কিডনী ডিজিজেল হাসপাতালে গিয়ে তারা শারিরীক খোঁজ খবর নেন।
এ সময় সাংবাদিক জিএম সুমন বলেন, আমাদের সহকর্মী ইকবাল কিডনী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির খবরে তার শারিরীক খোজ খবর নিতে আমরা ছুটে এসেছি। সহকর্মীর বিপদে নিজের দায়বদ্ধতা থেকে পাশে থেকে খোঁজ নেয়ার চেষ্টা করেছি। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে সহকর্মী ইকবালকে দ্রুত আরোগ্য দান করেন।
উপস্থিত ছিলেন দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম আব্দুল্লাহ,দৈনিক সংবাদ চর্চা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফ,দৈনিক নীরবাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি বিল্লাল হোসেন।
উল্লেখ্য, বন্দর প্রেসক্লাবের তথ্য ও গবেষণব বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত হয়ে গত ১৮ জানুয়ারী ঢাকা আগারগাও শেরেবাংলা নগর ন্যশনাল অব কিডনী ডিজিজেল হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তিনি শারিরীক ভাবে আগের তুলনায় কিছুটা সুস্থ্যতা বোধ করছেন বলে জানা গেছে।






































আপনার মতামত লিখুন :