বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদের দোসর হয়ে ওঠে। যে রাজনৈতিক দলে ফ্যাসিবাদের চরিত্র ধারন করে লুটপাটের রাজনীতি ধারণ করেন। যে রাজনৈতিক দল মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার নিয়ে ছিনিমিনি করে তাদের পরিণতি কি হয় সেটা আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করে মানুষের অধিকার আদায় ও রক্ষা নিয়ে কাজ করে। অন্যদিকে আওয়ামীলীগের মতো পুরাতন একটি দল যারা দাবি করেছিল যারা মিথ্যা ইতিহাস রচনা করেছিল মুক্তিযুদ্ধকে যারা বিকৃত করেছিল তারা কিভাবে দেখেছেন ইতিহাতের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে গণধিকৃত হয়েছে একেবারে বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আমাদের দলের নেতাকর্মীদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার অনুরোধ জানাবো। আমার দিনে দিনে আরো সুশৃঙ্খল হয়ে উঠবো প্রশিক্ষিত হয়ে উঠবো যাতে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে পারি।
৮ জুলাই মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া মীর কুঞ্জ পার্টি সেন্টারে কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতবরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :