News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কাঁচপুর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৮:০৮ পিএম কাঁচপুর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সভা

পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সোনারগাঁও থানা কাঁচপুর ইউনিয়ন এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন কাঁচপুর শাখার আয়োজনে কাঁচপুর ব্রিজের নিচ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোড়ে শেষ হয়।

পরে কাঁচপুর ব্রিজের নিচে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা সংগঠক আবু সুফিয়ান ও জেলা কমিটির সদস্য ইসমাঈল।আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন কাঁচপুর শাখার নেতা কর্মীরা।

এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Islam's Group