নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় তিনটি শিল্প প্রতিষ্ঠানে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ৯ জুলাই জেলার ফতুল্লা ও কুতুবপুর এলাকায় পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে প্রায় ৩৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
তিনটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ সংযোগ ব্যবহার ও গ্যাস চুরির প্রমাণ পায় অভিযানকারী দল।
নিউ হাজীগঞ্জে নূর এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি ১.৫ টনের একটি বয়লার ব্যবহার করে দৈনিক আনুমানিক সাড়ে ৪ হাজার ঘনফুট গ্যাস খরচ করছিল অবৈধভাবে। গ্যাস সংযোগ কেটে দেওয়া হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্র ,এখানে ৪টি ড্রায়ার ও ১টি বয়লার থেকে দৈনিক ২,৭০০ ঘনফুট গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মালিক পক্ষ উপস্থিত না থাকায় জরিমানা আদায় করা সম্ভব হয়নি।
কুতুবআইলে এম.এফ.এস হিট সেট অ্যান্ড ফিনিশিং প্রতিষ্ঠানটি ৫০০ কেজির একটি বয়লার দিয়ে দৈনিক ১,৫০০ ঘনফুট গ্যাস ব্যবহার করছিল। অবৈধ সংযোগের কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। গ্যাস অপচয় ও চুরি রোধে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :