News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গুপ্ত সংগঠনের মব সৃষ্টির বিরুদ্ধে মহানগর ছাত্রদলের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৫:২২ পিএম গুপ্ত সংগঠনের মব সৃষ্টির বিরুদ্ধে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার ১৪ জুলাই সকাল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর মিশনপাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের কমিউনিটি সেন্টারের কাছে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল ইসলাম নিরব বলেন, আজকে যারা জুলাই যোদ্ধা নিজেদের বীরত্ব দেখাচ্ছেন, নিজেদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন স্লোগান দিচ্ছেন। আপনারা হয়তো ভুলে গেছেন জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের সামনে এবং পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে ফ্যাসিস্টদের সাথে সম্মুখ লড়াই করেছিলো। কিন্তু সেই ঐতিহাসিক আন্দোলনের পুরো কৃতিত্বই এখন আপনারা নিতে চাচ্ছেন বা সুবিধা নিচ্ছেন তাতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আপনারা একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সব থেকে বৃহৎ রাজনৈতিক দলের নেতাকে জড়িয়ে কুরুচিপূর্ন স্লোগান সমাজের জন্য ভাল বার্তা দেয়না। আজকে আপনারা যেমনটা করবেন, আগামীতে তেমনটাই আপনাদের দিকে আরো ঝড়ো গতিতে ফিরে আসবে।

আর চাঁদাবাজি প্রসঙ্গে বলবো, চাঁদাবাজরা কখনো কোন দলের হতে পারেনা। যারা চাঁদাবাজি করে তারা সব সময় যখন যে দলে গেলে সুবিধা সেই দলের সাথে ভিড়ে যায়। এসব চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে। সেজন্য আমাদের দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে করে এমন চাঁদাবাজরা আমাদের দলের সাথে ভিড়ে দলের বদনাম না করতে পারে।

নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাতদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত বলেন, একটি কুচক্রী গুপ্ত সংগঠনের লোকজন জুলাই পুঁজি করে জুলাই কে কুক্ষিগত করে অবৈধ সুবিধা নেয়ার জন্য বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রিকায় নানান ধরেন অপপ্রচার চালাচ্ছে । একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে নিয়ে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদল আপনাদের কে হুশিয়ারি করে বলতে চাই আমার ধৈর্য ধারণ করে আছি এর মানে এই না যে একেবারে চুপ হয়ে গেছি, গত দুই দিন আগে নারায়ণগঞ্জের  বৈষম্য বিরোধীদের এক তথাকথিত ছাত্রলীগ নেতা যে একটি অশালীন বক্তব্য প্রদান করা হয় দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার জোড় দাবি জানাচ্ছি।

সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান বলেন, আমরা ছাত্রদল সাধারণ ছাত্র-ছাত্রীদের একটা ব্যানগার্ড ছিলাম জুলাই আন্দোলনের। তাদের উপর হামলা করতে আমাদের উপর হামলা করে তাদের কাছে যেতে হতো। সেখান থেকে আজকে তারা আমাদের নেতার বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিয়েছে। স্লোগানের প্রেক্ষিতে আমরা বলতে চাই, তাদের ভাষা, তাদের চলাফেরা, তাদের কর্মকান্ডে বুঝা যায় তারা আগে কি করতো। তারা ছাত্রলীগ করতো এমন যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। তারা এনসিপির নাম বিক্রি করে, জুলাই আন্দোলনের নাম বিক্রি করে, শহীদদের রক্ত বিক্রি করে তারা লুটপাট, টেন্ডারবাজি চাঁদাবাজি করছে। তারা চাচ্ছে সরকার গঠন করতে। সরকার গঠন করতে চাইলে পরিবেশ তৈরি করুন, নির্বাচন দিন। আমরা ১৫ বছর আন্দোলন করেছি সাধারণ জনগণের ভোটের অধিকারের জন্য। এখনো সেই লড়াই চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ নোমান, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক এম এ হানিফ মঞ্জু (রহিত), সরকারি এম ডব্লিউ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাফি, সাধারণ সম্পাদক নাহিদ, সাংগঠনিক সম্পাদক রিফাত, ১৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিতু আহমেদ, সদর থানা ছাত্রদল নেতা মোয়াজ্জেম হোসেন সাগর তোহা, ইমন, আল আমিন, বন্দর থানা ছাত্রদল নেতা রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা রিয়াদ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

Islam's Group