News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

যেভাবে এগুচ্ছেন মনোনয়ন প্রত্যাশী দুই ব্যবসায়ী নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১০:১৪ পিএম যেভাবে এগুচ্ছেন মনোনয়ন প্রত্যাশী দুই ব্যবসায়ী নেতা

আসন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দুইজন রয়েছে ব্যবসায়ী। তারা হলেন মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ এবং অন্যজন হলেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর বাবুল। একজনকে সবাই চিনেনে মডেল মাসুদ হিসেবে আর অন্যজনকে সবাই চিনেন প্রাইম বাবুল হিসেবে।

দলীয় রাজনৈতিক পরিচয়ে তারা পরিচিত ছিলনা বললেই চলে। দুজনেই আলোচনায় এসেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর। তবে শুরুতেই ব্যবসায়ী নেতা হিসেবে আর্বিভূত হয়ে ছিলেন মাসুদুজ্জামান মাসুদ। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ থেকে ওসমান পরিবারের আশীর্বাদপুষ্ট সভাপতি খালেদ হায়দার খান কাজল পদত্যাগ করার পর কোঅপ্ট সদস্য হিসেবে সভাপতি মনোননীত হয়ে ছিলেন মাসুদুজ্জামান। সভাপতি হয়েই তিনি নারায়ণগঞ্জে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেন একটি ব্যবসায়ী সংগঠন থেকে হওয়া চাঁদাবাজির টাকা উদ্ধার করে। পুনরায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনে তিনি প্রার্থী হলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান মাসুদুজ্জামান। পরবর্তীতে তিনি রাজনীতির মাঠে অবর্তীণ হন। নারায়ণগঞ্জ-৫ আসনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে কাজ শুরু করেন।

অন্যদিকে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর বাবুলও ধীরে ধীরে মাঠে সক্রিয় হতে শুরু করে নির্বাচনী প্রচারণায়। নারায়ণগঞ্জ-৫ আসন থেকে তিনিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

মাসুদুজ্জামান মাসুদ মহানগর বিএনপির শীর্ষ নেতাদের বাগে আনতে না পারলেও তিনি মহানগর যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল সহ বেশ কিছু সহযোগী ও মহানগর বিএনপি থেকে পদত্যাগী নেতাদের একাংশের সরাসরি সমর্থন এবং তাদের নিজের কাছে টানতে পেরেছেন। আবার অন্তরালে অনেক নেতার সমর্থন নিতেও সক্ষম হয়েছেন।

অন্যদিকে আবু জাফর বাবুলকে মাঠে সমর্থন ও শক্তি জুগিয়ে যাচ্ছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক আতাউর রহমান মুকুল। যদিও তার বড় ভাই অ্যাডভোকেট আবুল কালাম নিজেও একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হলেও এখন পর্যন্ত আবুল কালামের পাশে কোন কর্মসূচিতে মুকুলকে দেখা যায়নি। প্রখ্যান্তরে একাধিক অনুষ্ঠানে আতাউর রহমান মুকুলের অনুসারীদের আবু জাফর বাবুলের সাথে বিভিন্ন কর্মসূচিতে লক্ষ্য করা গেছে।

রাজনৈতিক বোদ্ধাদের মতে, ব্যবসায়ী এই দুইনেতাকে নিয়ে মাঠে নেমেছেন বিএনপির একাধিক গ্রুপ। মূলধারার সাথে সম্পৃক্ত সহযোগী সংগঠনগুলো সরাসরি মাসুদুজ্জামান মাসুদকে জনবল দিয়ে সমর্থন জুগিয়ে যাচ্ছেন অন্যদিকে বিএনপি কমিটি থেকে পদত্যাগী ও বহিষ্কৃতরা আবু জাফরকে নিয়ে মাঠে নেমেছেন। যেটি মূলত মহানগর বিএনপির গঠিত হওয়ার পর যেসকল নেতারা এই কমিটিকে মেনে নিতে পারেনি। তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জে ফেলতে পদত্যাগ করেছেন। কিন্তু এরপরও ওই কমিটি ৩ বছর পার করে দিয়েছেন, কমিটির নেতৃত্বকে উচিত শিক্ষা দিতে বা মনোনয়ন পাওয়া ঠেকানোর জন্য নতুন মিশনে নেমেছেন বলে মনে করছেন। তবে মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকের বিভিন্ন সময় নিজেদের বক্তব্যে বলেছেন, শেষ পর্যন্ত দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে ধানের শীষ তুলে দেওয়া হবে সবাই সেই প্রার্থীর পক্ষে যাপিয়ে পড়বে। এটি অবশ্যই একটি ভাল দিক।

Islam's Group