News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ভালো ফলাফল করাতে আজাদের উৎসাহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৭:৩৬ পিএম ভালো ফলাফল করাতে আজাদের উৎসাহ

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট ) বিকালে উপজেলা পরিষদের হল রুমে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান মতিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, উপজেলা্ ছাত্রদল নেতা নবী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে নগদ টাকা, ডায়েরী ও ফুল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আজাদ বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এ আয়োজন করা হয়েছে।

Islam's Group