News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৮:১৯ পিএম সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম সজিব।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ, সোনারগাঁ বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, যুবদল নেতা রাকিব হাসান, ইমরান ফারুক, আমিনুল হোসেন,আতাউর রহমান, করিম রহমান, আওলাদ,আরিফ, মামুন, ইউসুফ সোহাগ, খায়রুল ইসলাম কিরন, আরশাদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Islam's Group