News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জে নেওয়া মতামত পৌঁছে দেওয়া হবে তারেক রহমানকে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:৩৫ পিএম নারায়ণগঞ্জে নেওয়া মতামত পৌঁছে দেওয়া হবে তারেক রহমানকে

বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্র ও জনজীবন নিয়ে সাধারণ মানুষের ভাবনা, প্রত্যাশা ও চাহিদা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানোর জন্য নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “কেমন বাংলাদেশ চাই- তারেক রহমানকে লিখুন” শীর্ষক জনমত সংগ্রহ কর্মসূচি।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে ২৩ ডিসেম্বর চাষাঢ়া শহীদ মিনার ও সিটি পার্ক এলাকায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী ও প্রবীণ নাগরিকরা লিখিতভাবে তাদের মতামত, মন্তব্য ও প্রত্যাশা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক - অর্থনৈতিক বাস্তবতার নিরিখে তাদের ভাবনা-চাহিদার কথা প্রকাশ করেন।

কর্মসূচির মাধ্যমে সংগৃহীত সকল মতামত একত্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের সরাসরি ভাবনা ও চাহিদা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা ও রাষ্ট্রচিন্তায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জনমত সংগ্রহের কর্মসূচিটি দিনব্যাপী চলে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। নাগরিকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে মত প্রকাশের এই আয়োজন গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group