ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি থেকে তিনবারের নির্বাচিত সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আঙ্গুর বলেন, আমি এখনো আশাবাদী আমি মনোনয়ন পাব। যদি না পাই, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।
এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
আড়াইহাজার থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রূপচান মিয়া, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সিরাজ মিয়া, যুগ্ম আহবায়ক মো. আল আমিন মোল্লা, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী মিয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব মো. শাহাবউদ্দিন ভূঁইয়া, আড়াইহাজার থানা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. পনির মিয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম ভূঁইয়া, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন বাচ্চু, জেলা শ্রমিক দলের সহ সভাপতি নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য হাজি মজিবরআড়াইহাজার থানা জাসাস এর সাংগঠনিক সম্পাদক মো. মামুন মিয়া প্রমুখ।


































আপনার মতামত লিখুন :