News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ারের নির্বাচন পরিচালনা কমিটির সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৪৫ পিএম নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ারের নির্বাচন পরিচালনা কমিটির সভা

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের নির্বাচন কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ ডিসেম্বর সোমবার বাদ এশা অনুষ্ঠিত এ সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আল আমিন রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মহানগরের সহ-সভাপতি খন্দকার আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আবু সাঈদ, জনাব নূরে আলম, মাওলানা মাহফুজুর রহমান, যুগ্ম সদস্য সচিব আবু বকর জনি, অর্থ সচিব আব্দুল কুদ্দুস, সহকারী অফিস সচিব আহমদ ফয়সাল মানিক, হাজী লিয়াকত হোসেন, আতিকুর রহমান, সদস্য জনাব সোহেল, প্রচার সেল বিভাগের হাফেজ রিয়াদ হাসান, আবদুর রহমান সাদ, মিডিয়া সমন্বয়ক নাজমুল হুদা রনি ও আশরাফ বিন মুজিব সহ প্রমুখ।

সভায় আগামীর নির্বাচনী কর্মপরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনসম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group