ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনে মুফতি হাবিবুল্লাহ হাবিব, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও -সিদ্ধিরগঞ্জ) আসনে গোলাম মসিহ, নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনে মুফতি মাসুম বিল্লাহ বেলা ১২ টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সহ সভাপতি মুহাম্মদ নূর হোসেন, মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জেলা এসিসট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সি, ছানাউল্লাহ নূরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ডিসি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সামনে জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, বিগত দিনে আমরা দিনের ভোট রাতে হতে দেখেছি। দলীয় প্রভাবে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। তাই বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দিবেন।


































আপনার মতামত লিখুন :