News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

নাগরিক কল্যাণে চেম্বার সবসময় পাশে আছে : সোহেল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৫০ পিএম নাগরিক কল্যাণে চেম্বার সবসময় পাশে আছে : সোহেল

নারায়ণগঞ্জের দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, যানজট নারায়ণগঞ্জবাসীর অন্যতম বড় সমস্যা। এ সমস্যা নিরসনে চেম্বারের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবক নিয়োগ করে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ড্রেন সংস্কার ও পরিষ্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তাগিদ দিয়ে যাচ্ছে চেম্বার।

নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ২ নম্বর গেট থেকে মহিলা কলেজ পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন হলে নগরীর যানজট অনেকাংশে কমবে। এ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য চেম্বার প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানিয়ে আসছে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সিনিয়র সহ-সভাপতি বলেন, নাগরিকদের পাশাপাশি চেম্বারের সদস্যদের কথা বিবেচনা করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সকল ধরনের পরীক্ষায় ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, যা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।

সবুজায়নের উদ্যোগের কথা তুলে ধরে মোরশেদ সারোয়ার সোহেল বলেন, নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চেম্বারের বোর্ড মেম্বাররা নিজস্ব অর্থায়নে জেলা প্রশাসকের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশীদার হয়েছেন।

ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান প্রদানসহ ব্যবসায়ীদের যে কোনো সমস্যা ও সংকটে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

চেম্বারের আর্থিক স্বচ্ছতার বিষয়ে তিনি বলেন, চেম্বারের আয়-ব্যয়ের হিসাব সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। যেকোনো সদস্য ইচ্ছে করলেই এসব হিসাব যাচাই করে দেখতে পারবেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শুধু ব্যবসায়িক স্বার্থে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে নগরবাসীর সার্বিক কল্যাণে নাগরিক সমস্যা নিয়ে সবসময় সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে। ৩৮তম এজিএমে চেম্বারের সভাপতি, সহ-সভাপতি, পরিচালক, সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group