News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য সংবর্ধনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:২৮ পিএম শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য সংবর্ধনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান।
স্বাগত বক্তৃতায় স্কুলের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম বলেন বিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ সংখ্যক দাতা সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন ।

দাতা সদস্যরা জানান, অতীতে কোনো সভাপতি এ ধরনের দাতা সদস্য সংবর্ধনার আয়োজন করেননি। এ বছর স্থায়ী ও অস্থায়ী—উভয় শ্রেণির দাতা সদস্যদের সম্মাননা প্রদান করা হয়, যা এই বিদ্যালয়ে এই প্রথম।

কয়েক মাস আগে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষানুরাগী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক একটি সভার আয়োজন করা হয়। 

ওই সভায় শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে বলেন, বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো সভাপতি তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। তাঁরা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন বক্তারা। বিদ্যালয় মাঠে যাতায়াতের একটি গেট দিয়ে ক্লাস চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হতো। পরে ওই গেটটি বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয়দের চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতিবৃন্দ, দাতা সদস্য ও শিক্ষানুরাগীরা বক্তব্য রাখেন। 
তাঁরা বলেন, গত ছয় মাসে বিদ্যালয়ের যে উন্নয়ন হয়েছে, তা বিগত বহু বছরেও দেখা যায়নি। সংবর্ধিত দাতা সদস্যরাও তাঁদের সম্মানিত করায় সন্তোষ প্রকাশ করেন।

বক্তারা আরও জানান, বিদ্যালয়ের বিভিন্ন সভা ও অনুষ্ঠান আয়োজনে (খাবারসহ) সম্পূর্ণ ব্যয় সভাপতি নিজ উদ্যোগে বহন করেছেন। এ ক্ষেত্রে বিদ্যালয়ের তহবিল ব্যবহার করা হয়নি।

বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৫৩ বছর পার হলেও এত দিন এখানে বিজ্ঞান, বাণিজ্য ও গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ চালু ছিল না। সভাপতি অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলমের উদ্যোগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে কোনো আর্থিক ব্যয় ছাড়াই এসব বিভাগের অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে দাতা সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন দাতা সদস্যদের সম্মানিত করতে ও ভবিষ্যতে যাতে অন‍্যরা অনুপ্রেরণা পায় সেজন্য আজকের এ আয়োজন । তিনি আরো বলেন স্কুল প্রতিষ্ঠার পর এ পর্যন্ত যারা স্হায়ী দাতা সদস্য হয়েছেন সবার নাম একটি বোর্ডে লিখা হয়েছে ও প্রধান শিক্ষকের কক্ষে তা লাগানো হয়েছে । তিনি আরো জানান গ্রাম এলাকায় বিদুৎ সংকট লেগেই থাকে এতে করে শিক্ষার্থীরা ও শিক্ষকরা ক্লাস নিতে হিমশিম খান , এ অসুবিধা দূর করার জন্য জেনারেটর ক্রয় করা হয়েছে । এতে শিক্ষার্থীদের ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন ।  একজন প্রাক্তন শিক্ষার্থী তার বক্তব্যে বলেন এ সভাপতি মহোদয় স্কুলের নিরাপত্তা বেষ্টনীর জন্য সুন্দর ব‍্যবস্হা করেছেন ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group