নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরি জেলা ও মেট্রোপলিটন সিটি করার দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের বার্ষিক সাধারণ সভায় সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এই দাবী জানিয়েছেন। এদিন নারায়ণগঞ্জ ক্লাবে এই সভার আয়োজন করা হয়। সভায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও হিসাব বিবরণী উপস্থাপন করা হয়।
মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ থেকে দেশের প্রায় ৮ পার্সেন্ট জিডিপি আসে। কিন্তু দুঃখের বিষয় হলো নারায়ণগঞ্জকে এখনও বি ক্যাটাগরির জেলা হিসেবে ধরা হয়। আমরা নারায়ণগঞ্জকে বিশেষ ও এ ক্যাটাগরির জেলা হিসেবে দেখতে চাই। নারায়ণগঞ্জের প্রত্যেকটি মানুষ মিলে এ ক্যাটাগরির জেলা হিসেবে রূপান্তরিত করার জন্য কাজ করতে যাবো।
ওই সময়ে উপস্থিত সদস্যরা টেবিল চাপিয়ে ও করতালি দিয়ে এ দাবীর প্রতি সমর্থন জানান।
দিপু আরও বলেন, নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নামে একটি বোর্ড করতে চাই। যেখান থেকে নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করা হবে। আমরা অন্য কারও নিয়ন্ত্রণে থাকতে চাই না। নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটি করতে হবে। নারায়ণগঞ্জ থেকে যে পরিমাণ ট্যাক্স দেয় সে অনুযায়ী এখানে অবশ্যই মেট্রোপলিটন সিটি করতে হবে। আমরা দলমত নির্বিশেষে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ গড়ে তুলে চাই। এখানে মেট্রোরেল যাতে আসে সেটা নিশ্চিত করতে চাই। এজন্য আমরা সরকারের প্রতি আহবান রেখেছি। রেল মন্ত্রণালয়ে গিয়েছি। মেট্রোরেলের সংযোগ আসলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ হবে।
নারায়ণগঞ্জে বেকারত্ব দূরার ঘোষণা দিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জিনিসগুলো নিয়ে কাজ করছি। যাতে করে এগুলো রপ্তানি করে রাজস্ব আদায় করা যায়। নারায়ণগঞ্জের জনশক্তিকে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে দেশের বাইরে পাঠানোর জন্য কাজ করছি। আমরা নারায়ণগঞ্জের বেকারত্ম দূরীকরণের লক্ষ্যে কাজ করছি। আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প কারখানার সাথে কথা বলেছি। নারায়ণগঞ্জে কোনো বেকারত্ব থাকবে না। বেকারত্ব দূর করেই ছাড়বো।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও গোলাম সারোয়া সাঈদ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।









































আপনার মতামত লিখুন :