News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

সিদ্ধিরগঞ্জে মেঘনা তেল ডিপোতে চালানবিহীন তেল আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:১৪ পিএম সিদ্ধিরগঞ্জে মেঘনা তেল ডিপোতে চালানবিহীন তেল আটক

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোতে চালান ছাড়াই তেল অপসারণের ঘটনায় তেল আটক করেছে স্থানীয় শ্রমিকরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডিপো থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ডিজেল সমেত ১৫ ড্রাম তেলবাহী একটি পিকআপ ভ্যান আটক হয়।

ডিপোর ট্যাংকলরি শ্রমিকদের দাবি, রাব্বী ট্রেডাসের নামে চালানবিহীন এই তেল ডিপো থেকে বের করার চেষ্টা চলছিল। তারা জানান, দীর্ঘদিন ধরে ডিপোতে নিয়মিতভাবে তেল চুরি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান ও সহকারী ম্যানেজার অপারেশন মাসুদ হাসানের দায়িত্বভার গ্রহণের পর থেকেই এসব অনিয়ম বাড়তে শুরু করেছে বলে শ্রমিকরা অভিযোগ করেন। তাদের অপসারণ দাবি করে তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোদনাইল মেঘনা ডিপোতে এর আগেও অনিয়মের অভিযোগ উঠেছিল। চলতি বছরে তদন্তের পর ডিপো ম্যানেজার মোশারফকে বদলি করা হয়। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চালান ছাড়া কোনো গাড়িকে লোডিং পয়েন্টে প্রবেশ বা লোড করতে নিষেধ করে নির্দেশনা দিয়েছিলেন।

ঘটনা প্রসঙ্গে ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ভবিষ্যতে কোনো চালান ছাড়া যানবাহন ডিপো থেকে বের হতে দেওয়া হবে না এবং এ বিষয়ে সতর্কতা জোরদার করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, সরকারি ডিপোতে এ ধরনের অনিয়ম রোধে আরও সতর্কতা প্রয়োজন। পরবর্তীতে অনুরূপ কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group