ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী। তবে তাকে মেনে নিতে নারাজ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একই সাথে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীরাও তাকে মেনে নিতে পারছেন না।
মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আমরা দীর্ঘদিন ধরেই দলের জন্য কাজ করছি। যেহেতু দল করি দলের সিদ্ধান্তই মানতে হবে। জোট নিয়েই আন্দোলন সংগ্রাম হয়েছে। যার কারণে অনেক সময় শরীকদের কথা রাখতে হয়। আমরা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আশা করি দল আমাদের নিরাশ করবে না। নারায়ণগঞ্জ-৪ একটি গুরুত্বপূর্ণ আসন। এটাকে বিএনপির আসন বলা হয়ে থাকে। কি কারণে এখানে এখাকে জোটের প্রার্থীকে দেয়া হয়েছে এটা জোটই বলতে পারবে।
তিনি আরও বলেন, আমি যেহেতু দলের জন্য কাজ করছি সাধারণ মানুষের সাথে মিশে গেছি। ফতুল্লা জনসাধারণ আমাকে চাচ্ছেন। কিন্তু দলের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো না। তারপরও জনগণ যেহেতু আমাকে চাচ্ছেন তাদের বিষয়টিও বিবেচনা করতে হবে। এক্ষেত্রে দলকে পুনর্বিবেচনা করা উচিত। এই আসনটির ব্যাপারে আরেকটু ভাবলে ভালো হয়।


































আপনার মতামত লিখুন :