নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়ে বন্দরের ঐতিহাসিক কদমরসুল দরগাহ জিয়ারত করেছেন অত্র আসনে বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম।
বুধবার বিকেলে বাদ আসর বন্দরের নবীগঞ্জ এলাকায় অবস্থিত কদমরসুল দরগাহ জিয়ারতের উদ্দেশ্যে গেলে তাকে বুকে জড়িয়ে ধরেন অত্র আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল।
এসময় সাবেক এমপি কালাম পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, আওলাদ হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বুধবার সকালে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান অ্যাডভোকেট আবুল কালাম। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাক্ষরিত দলীয় মনোনয়ন ফরম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন কালাম পুত্র আবুল কাউসার আশা।
বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বন্দরের নবীগঞ্জস্থ কদমরসুল দরগাহ জিয়ারতে যান অ্যাডভোকেট আবুল কালাম।
এসময় তাকে বুকে জড়িয়ে ধরেন অত্র আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল। পরে তারা একসঙ্গে কদমরসুল দরগাহ জিয়ারত করেন।
অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আগামী দেশ গড়ার কারিগর তারুন্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে অত্র আসনে নির্বাচন করার জন্য ধানের শীষ তুলে দিয়েছেন। বিগত দিনে যেভাবে দলের নেতাকর্মীরা আমার পাশে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছেন আগামী দিনেও তারা আমার পাশে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে বলে প্রত্যাশা করছি। আমি দলের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আমার বয়সের কারণে নবীনদের প্রতি দায়িত্ব থাকবে বেশী। যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরকেও নিজের পাশে চান আবুল কালাম।
উল্লেখ্য এর আগে প্রাথমিক তালিকায় নাম ছিল শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের। তিনি নির্বাচন না করার ঘোষণা দিলে পরবর্তীতে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম শোনা যায়। তবে কয়েকদিনের ব্যবধানে বুধবার অত্র আসনের বিএনপি দলীয় সাবেক এমপি এডভোকেট আবুল কালাম মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জ-৫ আসনে ইতোপূর্বে ৩ বার এমপি নির্বাচিত হয়েছেন এডভোকেট আবুল কালাম। তিনি একাধিকবার মহানগর বিএনপির সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন।


































আপনার মতামত লিখুন :