News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রাকিবের মনোনয়ন সংগ্রহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৩৪ পিএম বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রাকিবের মনোনয়ন সংগ্রহ

নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মহানগরের সাধারণ সম্পাদক মো: আল আমিন রাকিব এর পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগরীর নির্বাহী সদস্য ও সদর থানার সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, সদর থানার সহ-সভাপতি হাজী আবু নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, যুব মজলিসের মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদর থানার সভাপতি হাজী লিয়াকত হোসেন, মহানগরীর প্রচার সম্পাদক হৃদয় হোসেন ও মজলিসে আমেলা সদস্য জাবেদ হোসেন।

এসময় যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বলেন, নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনেই আমরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সদর-বন্দর এলাকায় জনদূর্ভোগ নিরসনে ও অবকাঠামোগত উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীর পথচলা নিশ্চিত করতে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group