বন্দরে চাঞ্চল্যকর তাওহীদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী রহিমের ফাঁসি ও পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (২৫ জানুয়ারী) বেলা ১২টায় নারায়ণগঞ্জ আদালত পাড়া এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকালে বক্তরা বলেন, বন্দরে চাঞ্চল্যকর তাওহীদ হত্যা মামলা তুলে নেওয়ার জন্য ধৃত খুনি রহিমের স্বজনরাসহ পলাতক আসামীদের লোকজনরা মামলার বাদীকে নানা ভাবে হুমকি দামকি দিয়ে আসছে। আমরা ধৃত খুনি রহিমের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি। সে সাথে পলাতক আসামী ইমন ও মোহাম্মদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
উপস্থিত ছিলেন ইয়াছমিন, মুক্তা বেগম, সীমা, রাশিদা, সুমী, শিউলী, সেলিনা, পলি, শাহানাজ, সুমাইয়া, মরিয়ম, মনা, শাকিল, সিজান, সিনহা, তামিম,মুন্না, সাদ্দাম,নূর জামান, মহিউদ্দিন, রিপন, জাবেদ, শাহীন, বায়জিদসহ বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারী) রাতে ১১টার পর যে কোন সময়ে আত্মীয় বাড়ী থেকে ডেকে নিয়ে তাওহীদকে পরিকল্পিত ভাবে গলা কেটে হত্যা করা হয়। পরে হত্যাকারিরা লাশ গুম করার জন্য বন্দর থানার আমিরাবাদস্থ কফিল উদ্দিন মিয়ার বালুর মাঠস্থ কাঁশবনে ফেলে রেখে পালিয়ে যায়।






































আপনার মতামত লিখুন :