News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

কাদিয়ানী বিরোধী মহাসম্মেলন বাস্তবায়নে ডিআইটিতে গণসমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১১:১১ পিএম কাদিয়ানী বিরোধী মহাসম্মেলন বাস্তবায়নে ডিআইটিতে গণসমাবেশ

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমআর নামাজের পর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় নারায়ণগঞ্জ জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ইসলামী ঐক্যজোটের আমীর আল্লামা আব্দুল কাদিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমীর আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও ডিআইটি মসজিদের খতীব আল্লামা আব্দুল আউয়াল, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতী ইমাদুদ্দীন, খতমে নবুওয়ত আন্দোলনের আমীর মুফতী নুর হুসাইন নূরানী, তাহাফফুজে খতমে নবুওয়তের মাওলানা এনামুল হক মুসা, তাহরীকে খতমে নবুওয়তের ড. আহসানুল্লাহ আব্বাসী, খতমে নবুওয়ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুঈনুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ।

সেই সাথে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি মুফতী জাকির হুসাইন কাসেমী, জেলা সভাপতি মাওলানা আবু সায়েম খালেদ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, যুবদলের সাবেক মহানগর সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক আল-আমীন রাকীব, খন্দকার আনোয়ার হুসাইন, আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা যোবায়ের আহমদ ও কারিমিয়া মাদ্রাসার মুফতী মানসুর আহমদ প্রমুখ।

এর আগে জুমআর খুতবায় বয়ানে আল্লামা আব্দুল আউয়াল বলেন, আমাদের নবীর নবুওয়ত নিয়ে যারা টানাটানি করলে এটাকে প্রতিহত করা তাকে বাধা দেয়া তাকে উৎখাত করা ইমানি দায়িত্ব। কেয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) সামনে যখন হাউজে কাউসারের জন্য তখন রাসূল যদি বলে আমার নবুওয়ত নিয়ে কাড়াকাড়ি করেছিলো তখন তুমি তার ব্যপারে কতটুকু শ্রম দিয়েছিলা তখন আমি জওয়াব কি দিবো? আল্লাহর রাসূলের রেসালত নিয়ে কাদিয়ানিরা এভাবে বেইজ্জত করবে আর তারা এদেশে থাকবে আর আমরা মুসলমান হিসেবে ওয়াজ করবো কেয়ামতের ময়দানে রাসূলকে মুখ দেখাবো কিভাবে? যারা ইসলাম বিদ্বেষী ইসলামের দুশমন যারা আছে তারা অনেক সময় আমাদের দেশে এদেশে লালন করে তাদেরকে ভয় করে। এদের ভয়ে কাদিয়ানীদের কাদিয়ানী ঘোষণা দিতে ভয় পাচ্ছেন। ক্ষমতার মসনদে বসে আপনারা সকলে মিলে পারলেন না? পশ্চিমা প্রভুদের ভয় করে আপনারা ঘোষণা দিতে পারছেন না। আমাদের একটাই দাবী তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম এবং কাদিয়ানি ঘোষণা দিয়ে দেন। আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় নেই।

Islam's Group