মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজের অবিস্মরণীয় বিজয় অর্জন করেছেন। ছাত্র ও ছাত্রী জেলা পর্যায়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা জোনাল পর্যায়েও ছাত্র এবং ছাত্রী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
মোহাম্মদপুর ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের মাঠে ছাত্রীরা ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই সাথে ছাত্র বিভাগে নারায়ণগঞ্জ কলেজ মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজকে তিন উইকেটে পরাজিত করে ঢাকা জোনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মেয়েদের খেলার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় শামসুল আলম এবং ছেলেদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভাগীয় সহকারী কোচ মাকসুদ আলম। উভয় টীমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক আরিফ মিহির। কলেজ চ্যাম্পিয়ন হওয়ায় কলেজে অধ্যক্ষ ডক্টর মোহম্মদ ফজলুল হক রুমন রেজা অভিনন্দন জানিয়েছেন।
আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মাঠে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।









































আপনার মতামত লিখুন :