News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

শনিবার ওসমানী পৌর স্টেডিয়ামে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৮:৩০ পিএম শনিবার ওসমানী পৌর স্টেডিয়ামে  মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কর্যালয়ের আয়োজনে সচেতনতা বৃদ্ধিতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ২৫ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উক্ত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ও নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান।

খেলায় আনুষ্ঠানিকভাবে সভাপতিত্ব করবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বাহাউদ্দিন। উক্ত খেলায় খেলোয়ারদের উৎসাহ ও উদ্দীপনার জন্য নারায়ণগঞ্জের আপামর জনসাধারণকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Islam's Group