News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

চিকিৎসায় ছাড় পাবেন নারায়ণগঞ্জ চেম্বারের সদস্যরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৬:৪২ পিএম চিকিৎসায় ছাড় পাবেন নারায়ণগঞ্জ চেম্বারের সদস্যরা

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যা এবার চিকিৎসা সেবায় ছাড় পাবেন। ১৩ আগস্ট চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নামে চেম্বার সদস্যদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত পপুলার, ল্যাবএইড, মেডিনোভা, মডার্ন, কেয়ার সহ অন্যান্য সকল ডায়াগনস্টিক ও ক্লিনিকের সকল শাখা সমূহে এনসিসিআই সদস্য ও সদস্যদের সন্তান, পিতা-মাতার চিকিৎসা ক্ষেত্রে প্যাথলজি ২৫%, মলিকুলার ১০%, ইমেজিং ২০% (সরকার নির্ধারিত টেস্ট ফি ব্যতীত) ছাড় দেওয়া হবে। এ সুবিধা পেতে এনসিসিআই সদস্য কার্ড ও এনআইডি কার্ড দেখাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য এনসিসিআই অফিসে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রমাণ করে চলেছেন তার দূরদর্শিতা ও কার্যকর নেতৃত্বের দক্ষতা। ১৯ ফেব্রুয়ারি সভাপতি নির্বাচিত হওয়ার পর মাত্র ছয় মাসের ব্যবধানে তিনি গ্রহণ করেছেন একাধিক যুগান্তকারী পদক্ষেপ, যা বদলে দিয়েছে চেম্বারের চিত্র। আগে যেখানে অধিকাংশ সিদ্ধান্ত আসত প্রভাবশালী পরিবার থেকে, সেখানে এখন প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব পাচ্ছে সকল সদস্যের মতামত। ফলে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। চেম্বারের সভাপতি হিসেবে দিপুর কর্মকাণ্ডে যেমন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হচ্ছে, তেমনি নগরবাসীর সুবিধার বিষয়টিও সমান গুরুত্ব পাচ্ছে।

সবশেষ ১২ আগস্ট জেলা প্রশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা করে চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ। সভায় যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক সদস্য নিয়োগে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়। এর আগে ২৭ জুলাই জেলা প্রশাসকের সঙ্গে দিপুর নেতৃত্বে ৪২টি সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দিপু শহরের ভয়াবহ যানজট সমস্যার চিত্র তুলে ধরে বলেন, চাষাড়া মোড়, চানমাড়ী স্ট্যান্ড, ২ নম্বর রেলগেইট, পুলিশ লাইন্স, খানপুর রোড, কালিরবাজার, পঞ্চবটি মোড় ও শিবু মার্কেট এলাকাগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার অভাব, অবৈধ পার্কিং ও দখলদারিত্বের কারণে সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন।

২১ মে দিপু যানজট নিরসন ও ড্রেনেজ সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে চিঠি দেন। এতে ঈদ-উল আযহা পর্যন্ত নতুনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা এবং চলমান খননকাজ দ্রুত শেষ করার অনুরোধ করা হয়।

৭ মে যানজট নিরসন সংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভায় চেম্বারের প্রশংসা হয়। পবিত্র মাহে রমজানে তাদের উদ্যোগে শহর তীব্র যানজট থেকে রক্ষা পায়। এর আগেও, ৫ মার্চ রমজানকে কেন্দ্র করে চেম্বার জেলা পুলিশকে আর্থিক সহায়তা দেয় এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ১৭০ জন সদস্য নিয়োজিত করে।
সামাজিক কর্মকান্ড ও অবকাঠামো উন্নয়ন

গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দেয়াল সংস্কার ও সৌন্দর্যবর্ধনে জেলা প্রশাসনকে ৫ লাখ টাকা অনুদান দেয় চেম্বার।

গত ১০ এপ্রিল দিপু জানান, বর্ষা মৌসুমে ডিএনডি প্রজেক্টের অসম্পূর্ণ কাজ সম্পন্নে চেম্বার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করবে, যাতে ব্যবসায়ী ও নগরবাসী উপকৃত হন।

১০ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক ১৬ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা প্রকাশ করলে দিপু বলেন, এটি গার্মেন্টসসহ সকল ব্যবসায়ীর জন্য বড় ক্ষতির কারণ হবে। গত ১৯ এপ্রিল শিল্পখাত ও ক্যাপটিভ গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে তিনি শিল্পখাতের জন্য ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেন।

রমজান উপলক্ষে ৫ মার্চ ও পরে দিপু বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, চাঁদাবাজি ও ব্যবসায়িক সমস্যার সমাধানে মনিটরিং সেল গঠন করেন। একইসঙ্গে চালু করেন হটলাইন নম্বর। 

গত ১২ মার্চ চেম্বারের আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী, রাজনীতিক ও নাগরিক প্রতিনিধি একত্রিত হন যা আগে কখনো ঘটেনি।

গত ১৩ মে ব্যাংক কর্মকর্তা, হাসপাতাল-মালিক সমিতি, রেস্তোরা মালিক, জামদানি ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে মতবিনিময় করেন চেম্বার কর্তৃপক্ষ।

সবমিলিয়ে দায়িত্ব নেয়ার পর থেকে দিপুর প্রতিটি পদক্ষেপ ব্যবসায়ীদের চাঙ্গা করেছে এবং নগর সমস্যার সমাধানে বাস্তবসম্মত অগ্রগতি এনেছে। ফলে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ উভয়ের মধ্যেই তার নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশা বেড়েছে।

Islam's Group