নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পারিবারিক সহিংসতায় বীনু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বামীর আরেক স্ত্রীর পরিবার দ্বারা এই হত্যা সংঘটিত হয়েছে বলে অভিযোগ।
সোমবার ১৪ জুলাই সকালে নাসিক ৫ নং ওয়ার্ডের পশ্চিম কলাবাগ সাইলো গেট এলাকায় এ মারামারির ঘটনা ঘটেছে। নিহত নারীর স্বামীর নাম ইসমাইল মিয়া।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০ টার সময়ে ৫নং ওয়ার্ডস্থ পশ্চিম কলাবাগ সাইলো গেট সংলগ্নে নিহত নারীর স্বামী ইসমাইল মিয়ার বসতবাড়িতে প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে মারামারি সংগঠিত হয়। ওই মারামারির সময়ে ভিকটিম বীনু বেগমকে তার স্বামীর প্রথম স্ত্রী এবং দুই ছেলে বেধড়ক মারধর করে আহত করেন।পরে আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতেই তিনি মৃত্যুবরণ করে।
ঘটনা সম্পর্কে জানতে নিহতের ছেলে মো. ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, জমিজমার ঝামেলা নিয়ে ইসমাইল মিয়ার প্রথম স্ত্রী ও ছেলেদের সঙ্গে ভিকটিমের মারামারি হয়। এতে ভিকটিম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় আসেনি কিংবা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি।
আপনার মতামত লিখুন :