নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমাদের যুবদলের ভাইকে রগকেটে হত্যা করা হয়েছে। মসজিদে পুলিশকে জবাই করে হত্যা করা হয়েছে। আমাদের এসকল ইতিহাস নেই। এগুলো জামায়াতের ইতিহাস। আমরা আইন হাতে নিবো না। তারেক রহমান যতক্ষণ বলবে ততক্ষণ চুপ থাকবো।
মঙ্গলবার ১৫ জুলাই বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে শহরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সাখাওয়াত ইসলাম রানা বলেন, তারেক রহমান যদি বলেন তাহলে পাকিস্তান যাওয়ারও সুযোগ পাবে না। নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিলো না। আমরাই শামীম ওসমানের বিরুদ্ধে বলেছি। জামায়াত নির্বাচন চায় না। তার বাকশাল চায়। বাংলার মাটিতে আমরা সেটা হতে দিবো না। আমরা ছাত্রদের পাশে আছি থাকবো। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা চাই।
তিনি আরও বলেন, আমরা তারেক রহমানের দল। আমরা কোনো রকম আইন হাতে তুলে নিবো না। এই শহরে আমরা গুলি খেয়েছি। ভাওতাবাজি চলবে না। নামাজ পড়েন। এখন পর্যন্ত তারেক রহমানের কথা শুনতেছি। তারেক রহমান যদি অনলাইন বন্ধ করে দেয় জামায়াত নামে কোনো শব্দই থাকবে না। কোনো রগকাটা রাজনীতি থাকবে না। আইন হাতে তুলে নিলে বরদাশত করবো না।
আপনার মতামত লিখুন :