News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৬:১১ পিএম শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহধর্মিনী সালমা ওসমান লিপির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। এছাড়ার তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ও মেয়ে লাবিবা জোহার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে।

মঙ্গলবার ১৫ জুলাই বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. তানজির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ব্যাংক হিসাবে প্রায় ৪৪০ কোটি টাকার লেনদেন ও সাড়ে ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়।

দুদকের এ কর্মকর্তা বলেন, ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি টাকা ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার লেনদেন যা কিনা পুরোপুরি অস্বাভাবিক এবং ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন সাবেক এমপি শামীম ওসমান। একইভাবে তার স্ত্রী সালমা ওসমান লিপি স্বামীর সহযোগিতায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদক সূত্র জানায়, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তদন্তে নামে দুদক। প্রাথমিক তদন্তের পর অভিযোগের প্রমাণ পেয়ে শামীম ওসমান ও তার স্ত্রীর দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

এছাড়া, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক।

উল্লেখ্য চলতি বছরের ১৬ জানুয়ারি শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও শ্যালক তানভীর আহমেদ টিটুর বিরুদ্ধে টেলিকমিউনিকেশন্স কোম্পানির নামে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক।

গত ২২ জুন সাবেক এ সংসদ সদস্য, তার স্ত্রী, সন্তান ও তাদের সুবিধাভোগীদের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ২৯টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করারও নির্দেশ দেয় আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা জমা করা হয়েছে।

এ ছাড়া, আদালত পূর্বাচলে একটি প্লট ও ঢাকার উত্তরায় নয় কাঠা জমি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন। এসব স্থাবর সম্পত্তির বাজার মূল্য এক কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি একই আদালত দুর্নীতির অভিযোগে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেন।

Islam's Group