শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শহরের নয়ামাটি চারটি পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু সহ নেতৃবৃন্দরা। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ মাগরিব পূজামন্ডপ পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌছে দেন মন্ডপের কমিটি ও ভক্তদের মধ্যে। এ সময় হিন্দু সম্প্রদায়ের সকল ভক্তদের পাশে বিএনপি আছে থাকবে চিরদিন জানান বদু।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সহ-সভাপতি আব্দুর সবুর খান সেন্টু ও সাঈদ আহম্মেদ স্বপন, দুল্লাল মল্লিক, মিজানুর রহমান, পরিচালক মো. আব্দুল হাই, মো. পারভেজ মল্লিক, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, মো. মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, আবদুস সোবহান তালুকদার, নাছিম আহম্মেদ ও বিল্লাল হোসেন।
বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী বলেছেন তারেক রহমান। তাই বিগত দিনে আওয়ামীলীগ সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে প্রতারণা করেছে। তাদের দলের লোকজন প্রতিমা ভেঙ্গে বিএনপি বিরুদ্ধে মামলা দিতো। এখন ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসররা নেই, তাই কোন পূজামন্ডপে ক্ষতিসাধন হয়নি। তারপরও আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আওয়ামী দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা আবারো থাবা মারছে প্রস্তুতি নিচ্ছে। এই স্বাধীন বাংলাদেশে আর আওয়ামীলীগ দোসরদের স্থান দিবে না। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে আবারো ক্ষমতা আনতে হবে।
আপনার মতামত লিখুন :