News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৩:১৮ পিএম অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়

নারায়ণগঞ্জ শহরের আমলপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেছেন তিন রাজনীতিক। তাঁরা হলেন সাবেক এমপি আবুল কালাম, সাবেক দুই কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও আবুল কাউসার আশা। ৩০ সেপ্টেম্বর রাতে তাঁরা মন্ডপ পরিদর্শন করেন।

ওই সময়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম বলেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খিষ্ট্রাণ সব ধর্মে আমরা ভাই ভাই। পূজা উপলক্ষে আমাদের এক সামাজিক মিলনবদ্ধ। আমরা অনেকে সাথে দেখা সাক্ষাৎ হয় না, এখানের তাদের সাথে আলাপ হয়। শারদীয় দূর্গোৎসব হলো অশুভকে বিদায় দেয়া। এই সমাজে আমরা সকলে একতাবদ্ধ সেখানে কোন অশান্তি না থাকে। আজকে রাজনীতি বক্তব্য দিতে চাই না। ৩৪ বছর ধরে আপনাদের মাঝে আমি আছি। আজকে আপনারা বুকে ঠাঁই দিছেন বলে এখনো রয়েছি সকলের মধ্যে।

সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, আমলাপাড়া সার্বজর্নীন পূজামন্ডপ হলো নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পূজা অনুষ্ঠিত হয়। গত সরকার যেভাবে হিন্দু মুসলমানকে বিভাজন করে রেখেছে, সেখান থেকে আমরা বের হতে চাই। নারায়ণগঞ্জের ৫০০ বছরের ইতিহাস রয়েছে, এক ঘরে থাকা খাওয়া রেওয়াজ রয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, আমাদের সমাজে এখন পূজা চলাকালে নামাজের আযানের সময় বিরত রাখা হয়। এগুলো আমাদের বিগত থেকে বর্তমান প্রজন্ম নিয়ম মেনে চলি। ছোট বেলা দেখেছি পূজাগুলো অনেক সময়ে রমজান মাসেও হয়েছে। নারায়ণগঞ্জে অনেক ঘটনা আছে, যেমন ঈদগাহে সাজসজে মন্দির থেকে বিদ্যুৎ লাইন গেছে। আবার অনেক সময়ে মন্দিরে আলোকসজ্জা জন্য মসজিদ থেকে বিদ্যুৎতের লাইন গেছে। এটাই আমাদের নারায়ণগঞ্জ, এই ভাবে আমরা বড় হয়েছি। আমাদের মনের ভিতর খারাপ পরিহার করতে হবে। বিগত দিনে দল ও ব্যক্তি নামে অপপ্রচার চালানো হয়েছে। আমাদের এলাকা আগে, আমাদের এলাকা ঠিক থাকলে সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।

Islam's Group