নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ ডাকাত সর্দার সাহেব আলীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব-১১ এর সদস্যরা। সংঘবদ্ধ একটি ডাকাত দলের হামলায় তিনজন র্যাব সদস্য আহতের খবর পাওয়া গেছে। তবে, তাৎক্ষণিকভাবে আহত কর্মকর্তাদের নাম-পদবি পাওয়া সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ৯ টায় নাসিক ৪নং ওয়ার্ডস্থ বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়েছে র্যাব।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শীর্ষ ডাকাত সর্দার সাহেব আলীকে আটকের লক্ষ্যে সাদা পোশাকে অভিযান চালায় র্যাবের একটি অভিযানিক টিম। অভিযানে চালিয়ে তাকে বৌ-বাজার এলাকা হতে আটক করতে সক্ষম হোন র্যাব। পরবর্তীতে এই ডাকাতকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে তার প্রায় ২০-২৫ জন সহযোগী র্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের হামলা আহত কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলের পাশের একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা সেবা নেন। একপর্যায়ে র্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে যান।
আহত র্যাব সদস্যদেট চিকিৎসা দেওয়া বিসমিল্লাহ ফার্মেসীর দোকানি জানান, চার জন প্রশাসনের সদস্য আমার দোকানে আহত অবস্থা এসেছে। আমি উনাদের মাথায় এবং হাতে বেন্ডেজ করে দিয়েছি। উনাদের মধ্যকার দুইজন বেশি ব্যাথ্যা পেয়েছে আর দুজনের হাতে হালকা আঘাত লেগেছিল।
তাকুল ইসলাম নামের আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা ঘটনাস্থলে এসে সাহেব আলীকে গ্রেফতার করে চায়ের দোকানের সামনে দাড় করিয়ে রাখতে দেখেছি। এর অল্প কিছুক্ষণের মধ্যে দেখলাম বেশ কয়েকজন লোক এসে প্রশাসনের কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে গেলো। হামলায় র্যাব কর্মকর্তারা ও আমাদের এলাকার রানা নামের একজন আহত হোন।
র্যাব-১১ এর অপারেশন টিমের ইনচার্জ (এসআই) কাইয়ুম হামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি পুরো ঘটনা এখন পর্যন্ত শুনিনি। আহত সদস্যরা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিস্তারিত আমি পড়ে ফোনে জানাতে পারবো।
তার কথা অনুযায়ী পরবর্তীতে আবারও ফোন দেওয়া হলে তিনি কলটি কেটে দেন।
এ বিষয়ের বক্তব্যের জন্য র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :