News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

পূজামণ্ডপ পরিদর্শন সিপিবির শুভেচ্ছা বিনিময়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৯:০৭ পিএম পূজামণ্ডপ পরিদর্শন সিপিবির শুভেচ্ছা বিনিময়

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উদযাপনের খোঁজ খবর নিতে পূজামণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 'সিপিবি'র জেলা নেতৃবৃন্দ। তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (১অক্টোবর) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তীর নেতৃত্বে জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সদস্য সুজয় রায় চৌধুরী, শিশির চক্রবর্তী, ইকবাল হোসেন ও বিজয় কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া, উকিলপাড়া, পালপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় দর্শনার্থীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিশ্বদরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। যুগযুগ ধরে এদেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্যদিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান আনন্দ উৎসব পালন করে আসছে। দেশে বিদ্যমান সম্প্রীতির এই ঐতিহ্য আরও সুদৃঢ় করতে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।

Islam's Group