নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, যারা নারায়ণগঞ্জে বড় হয়েছি তারা সনাতন ধর্মালম্বীদের সন্তানদের সাথে স্কুলে গিয়েছি পড়াশোনা করেছি খেলাধূলা করেছি চলাফেরা করেছি। আমার বন্ধু বান্ধবের অনেকেই সনাতন ধর্মালম্বী। আমার জন্মস্থান এই জায়গায়। রবিদাস পাড়াকে সবসময় অবহেলিত হিসেবে দেখেছি। তাদের দুর্গাপূজায় আনন্দ উৎসব হতো না। স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় দীর্ঘদিন পরে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উৎসব পালিত হচ্ছে। এজন্য মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে ধন্যবাদ জানাই।
সোমবার (২৯ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চাষাঢ়া রবিদাস পাড়ার দলিত সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, এই পাড়া সবসময় অবহেলিত দেখেছি। কিন্তু বর্তমানে এই পাড়া থেকে অনেক ছেলে মেয়ে বের হয়েছে। তারা শিক্ষা দীক্ষায় ভালো করেছে। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তারা ব্যবসা বাণিজ্য করছে। তাদের আর দলিত সম্প্রদায় বলা যায় না। আমাদেরকে দলিত সম্প্রদায় আর সংখ্যালঘু বলতে কিছু নেই।
তিনি আরও বলেন, আমার দল বিএনপি বিশ্বাস করে আমরা সবাই বাংলাদেশের সন্তান বাংলাদেশের নাগরিক। আমাদের সকলের সমান অধিকার। আর কেউ দলিত সম্প্রদায় না বলে। এই সম্প্রদায়ের যে কোনো সহযোগিতায় আমরা এগিয়ে আসবো।
আপনার মতামত লিখুন :