News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

নাসিক প্রশাসককে ইসলামী আন্দোলনের স্মারকলিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৯:২৩ পিএম নাসিক প্রশাসককে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও নাগরিক সমস্যার সমাধানের দাবিতে ৮ অক্টোবর বুধবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সেক্রেটারি আ. মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিল্পনগরী। অথচ নাগরিক জীবনে নানা সমস্যার কারণে এখানকার সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এ অবস্থায় আমরা নিম্নোক্ত দাবি সমূহ উত্থাপন করছি।

মশক নিধন কার্যক্রম জোরদার ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত স্প্রে ও কার্যকর কর্মস‚চি গ্রহণ। যানজট নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ সড়ক সংস্কার, বিকল্প রাস্তা তৈরি ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা। কদম রসুল সেতু দ্রুত বাস্তবায়ন– এতে নারায়ণগঞ্জ শহর থেকে বন্দর যোগাযোগ সহজ ও দ্রুত হবে। মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা যাতে রাজধানীর সঙ্গে দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠে।

উপরোক্ত দাবিগুলো বাস্তবায়ন করা গেলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে উঠবে বলে আমরা দৃঢ় আশাবাদী।

Islam's Group