News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের আর্থিক সহযোগিতায় ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১০:২৭ পিএম কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের আর্থিক সহযোগিতায় ডিসি

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত জাতীয় কম্বাত জুজুৎসু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে খেলোয়াড়দের পাশে আর্থিক অনুদান দিয়ে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আবেদন করার সাথে সাথেই তিনি এই আর্থিক অনুদান তুলে দেন।

আগামী শনিবার (১১ অক্টোবর) রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত জাতীয় কারাতে প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ থেকে মোট ২৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। তবে তাদের এই অংশগ্রহণে বাধা হয়ে দাড়ায় আর্থিক সামর্থ্য। ফলে তারা বাধ্য হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্মরণাপন্ন হন। সেই সাথে জেলা প্রশাসকও তাদের সাড়া দেন।

একাডেমির প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক কারাতে কোচ আশরাফুল ইসলাম জানান, একটি ইভেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনসহ নানা খরচ হয়। আমাদের একাডেমির অনেক শিক্ষার্থী আর্থিকভাবে সক্ষম নয়। কেউ কেউ মাসিক বেতনও দিতে পারে না। আর তাই কোনো উপায় না দেখে আমরা কয়েকজন কোচ, ক্ষুদে কারাতে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা মিলে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম স্যারের কাছে যাই। সেখানে আমরা আর্থিক সহায়তার আবেদন জমা দিই। স্যার একটুও দেরি না করে সঙ্গে সঙ্গেই অনুদানের চেক হস্তান্তর করেন।

ক্ষুদে কারাতে খেলোয়াড় ফাইহা বিনতে ফরহাদ আবদিয়ার মা রিফাত সুলতানা বলেন, ডিসি স্যারের ব্যবহার অত্যন্ত ভালো। তিনি বাচ্চাদের খুব পছন্দ করেন এবং খেলাধুলার প্রতি তার অনেক আগ্রহ আছে। এর আগেও যখন নারায়ণগঞ্জ জেলার খুদে কারাতেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেডেল জিতেছিল, তখন ডিসি অফিসের হলরুমে তাদের দাওয়াত দিয়ে সার্টিফিকেট ও মিষ্টি দিয়ে উৎসাহিত করেছিলেন।

বাংলাদেশ সেলফ ডিফেন্স অ্যান্ড স্পোর্টস কারাতে একাডেমির নারী কোচ ও ব্লাক বেল্টধারী রোকেয়া জাহান মীম আজ আমাদের অফিসে ডেকে আপ্যায়ন করেছেন, সবার সঙ্গে ছবি তুলেছেন। আগেও ভালো খেলায় অংশগ্রহণের জন্য আমাকে উৎসাহ দিয়েছেন।

Islam's Group