News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৫:৫৯ পিএম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক শ্রী সমীর কুমার বসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে শ্রী অভয় কুমার রায় ও সদস্য সচিব শ্রী কার্ত্তিক ঘোষ রয়েছেন। একই সাথে মহানগর ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে শ্রী নয়ন সাহা ও সদস্য সচিব হিসেবে রয়েছেন শ্রী ঋষিকেশ মন্ডল।

এ বিষয়ে মহানগর আহবায়ক শ্রী নয়ন সাহা বলেন, আমরা যেন সনাতনীদের পাশে থাকতে পারি; কাজ করতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সমাজ ও দেশের স্বার্থে কাজ করতে চাই।

জেলা আহবায়ক শ্রী অভয় কুমার রায় বলেন, এই দেশ আমাদের সবার। আমরা চেষ্টা করবো সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো। পাশাপাশি মুসলিম ভাইদের ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমরা যেন সকলে মিলে সহমর্মিতা ও সহবস্থান বজায় রাখতে পারি।

সদস্য সচিব শ্রী কার্ত্তিক ঘোষ বলেন, এটা আমার কাছে মানবিক ও মহান দায়িত্ব। আমি মনে করি নবীন প্রবীন মিলে সনাতনী সমাজে কাজ করলে যে কোন সমস্যা সমাধান করা সম্ভব। সনাতনী সমাজে নতুন প্রজন্মকে সনাতনী সামাজিক কার্যক্রমে অগ্রাধিকার দিতে হবে এবং তাদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সাংগঠনিক চেয়ার পদপদবী ক্ষমতা ধরে বসে থাকলে চলবে না। সমাজে সুন্দর করতে সবাইকে কাজ করার সুযোগ করে দিতে হবে।

Islam's Group