ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ'র হাতে স্মারকলিপি প্রদান করেন।
এসময় নাসিক প্রশাসক খেলাফত মজলিস নেতৃবৃন্দকে এবিষয়ে স্মারকলিপি প্রদান করায় ধন্যবাদ জানান এবং তাৎক্ষণিকভাবে প্রতিটি ওয়ার্ডে নতুনভাবে ২টি করে ফগার মেশিন ক্রয় করে কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন। এছাড়াও এবিষয়ে অতিদ্রুত সময়ের মধ্যেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ সহ বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন। প্রশাসক এব্যাপারে রাজনৈতিক দলসমূহ ও বিভিন্ন কমিউনিটিকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, নাসিক ১৫ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ শাহআলম ও সাধারণ সম্পাদক হাসান রানা।
আপনার মতামত লিখুন :