News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:০০ পিএম হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

নারায়ণগঞ্জে হেযবুত তওহীদের জেলা শাখার উদ্যোগে “তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভ‚মিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সাংবাদিক ও ইংরেজি প্রভাষক সাজেদা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকের ম‚ল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ঢাকা বিভাগীয় আমির ডা. মাহাবুব আলম মাহফুজ। সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি মো. আরিফ উদ্দিন।

ডা. মাহাবুব আলম মাহফুজ তার বক্তব্যে বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে কাঙ্খিত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। বরং যুগে যুগে সংঘাত, বিভেদ ও বৈষম্যকে উস্কে দিয়েছে। এই গভীর সংকট থেকে উত্তরণের পথ হিসেবে তিনি ¯্রষ্টার সার্বভৌমত্বের নীতির ওপর ভিত্তি করে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র একটি রূপরেখা তুলে ধরেন।

তিনি জোর দিয়ে বলেন, “এটি কোনো পশ্চাৎপদ ধারণা নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিতকারী একটি আধুনিক, প্রগতিশীল ও কল্যাণকর ব্যবস্থা। এই ব্যবস্থায় ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সা¤প্রদায়িকতা এবং সকল প্রকার অবিচারের কোনো স্থান থাকবে না।”

গণমাধ্যমের ভ‚মিকার ওপর আলোকপাত করে তিনি বলেন, প্রস্তাবিত তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম হবে সমাজের প্রকৃত দর্পণ এবং এর কর্মীরা দায়িত্বশীলতার সাথে প‚র্ণ স্বাধীনতা ভোগ করবেন। তবে এই স্বাধীনতা হবে শর্তহীন নয় বরং নৈতিক দায়বদ্ধতাযুক্ত।

যেকোনো তথ্য প্রচারের প‚র্বে তার সত্যতা যাচাই করা, মিথ্যা ও গুজব পরিহার করা এবং কারও বিরুদ্ধে মানহানিকর বা উপহাসম‚লক বক্তব্য থেকে বিরত থাকাকে তিনি গণমাধ্যমের অপরিহার্য দায়িত্ব বলে উল্লেখ করেন। দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তওহীদের এই প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে আখ্যা দিয়ে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Islam's Group