News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

দূর্গোৎসবে চিকিৎসা ও ওষুধ সেলাইন বিতরণ করেন কবীর খানের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৯:৩৫ পিএম দূর্গোৎসবে চিকিৎসা ও ওষুধ সেলাইন বিতরণ করেন কবীর খানের

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ফ্রি চিকিৎসা, ওষুধ এবং সেলাইন বিতরণ করেছেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ হোমিও প্যাথি-ইউনানী-আয়ূর্বেদ হারবাল সোসাইটির উপদেষ্টা ও রাজনীতিবিদ কবীর হোসেন খান ও সোসাইটির উপদেষ্টা কাজী সাইদুর রহমান প্রিন্স।

২৯ সেপ্টেম্বর দেওভোগ আখড়া শ্রী শ্রী রাজলক্ষী নারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে শতাধিক রোগীদের বিনামূল্য চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ও জেলা আইনজীবী সমিতির সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, গৌড়নিতাই বিগ্রহ মন্দির ও দূর্গা পূজা কমিটির সভাপতি সমির কর্মকার, দূর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক কানাই সাহা, বাংলাদেশ হোমিও প্যাথি-ইউনানী-আয়ূর্বেদ হারবাল সোসাইটির নারায়ণগঞ্জ জেলা চেয়ারম্যান হাকিম খাজা মহিব উল্লাহ শান্তিপুরী। সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ সালাম, মহাসচিব ডাঃ নজরুল ইসলাম শান্ত, যুগ্ম সচিব মোঃ ফেরজুল ইসলাম, অর্থ সচিব ডাঃ মোঃ মাহাবুব আহম্মেদ চৌধুরী, সচিব তাবাচ্ছুমআরা, সাংগঠনিক সচিব ডাঃ তাইয়্যেবুর রহমান, সহ সাংগঠনিক সচিব হাকীম মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব ডাঃ মোঃ ফেরদৌস, সহ প্রচার ও প্রকাশনা সচিব হাকীম শ্রী ডালুদা, মহিলা বিষয়ক সচিব ডাঃ রোজী আখতার, সহ মহিলা বিষয়ক সচিব মোছাঃ তামান্না, ধর্ম বিষয়ক সচিব ডাঃ আল আমিন, স্বাস্থ্য ও জনসংখ্যা  বিষক সচিব ডাঃ মাওলানা আবুল হোসেন, সহ- স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সচিব হাবিবু রহমান মিলন, মোঃ সোহাগ, আশরাফুল রহমান, হাকীম আজিজুল ইসলাম, ডাঃ আল আমিন, হাকীম মোঃ আঃ খালেক, হাকীম ইলিয়াজ মামুন লিটন, হাকীম আমজাদ হোসেন, কবিরাজ মোঃ শাহ আলম, ডাঃ হারুনুর রশিদ, মোঃ সালাম, ইবনে আবু সাঈদ রনি, অচিত্র রায়, কলিম উদ্দিন মোরজুল হাসান প্রমুখ।

Islam's Group