আজকের প্রশিক্ষনার্থীরাই আগামী দিনের উজ্জ্বল লক্ষত্র হিসেবে দেশের উন্নয়ণে অগ্রণী ভূমিকা পালন করবে এবং সামাজিক সচেতনতায় দক্ষতা অর্জন করে আত্ম নির্ভরশীল হয়ে উঠবে - মন্তব্য করেছেন আত্ম প্রত্যয়ী সফল নারী উদ্যোক্তা মিথিলা বিনতে হোসেন।
তিনি ২ অক্টোবর নারায়ণগঞ্জের চাষাড়ায় মানব কল্যাণ পরিষদ আয়োজিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের আত্মনির্ভরশীলতার জন্য ১ সপ্তাহের বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন ঘোষণা করে উপরোক্ত কথা বলেন।
সরকারের বিভিন্ন দপ্তর থেকে সফল ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারপ্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষক হিসেবে সাবলিলভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেয়ার এন্ড মেকাপ আর্টিষ্ট সাকিয়া জামান। সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্য নারী উদ্যোক্তা ইলমা মিতুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবিক যোদ্ধা কাজী আরমান, এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে অনুভুতি ব্যক্ত করেন হোমায়রা রহমান শোয়েবা ও মোছাঃ মোসলেমা খাতুন। উক্ত বিউটিফিকেশন কোর্সে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অগ্রগামী নারী মেহেনাজ সুলতানা, নুসরাত জাহান নীরা, হাসিনা আক্তার, নুসরাত হোসেন নিশু, মোসাঃ সুমাইয়া, হুমায়রা আক্তার, উম্মে সুফিয়া হ্যাপী, মোসাঃ জান্নাত আরা মুনমুন, মোসাঃ লিজা বেগম, রেশমি আক্তার, উম্মে হাবীবা, মাহামুদা ইসলাম মীম, ইমু আক্তার কবিতা, ইসরাত জাহান মুনা, শাওন মনি প্রমুখ। প্রশিক্ষণ ক্লাসে শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে উজ্জিবিত হয়ে প্রাণবন্ত ক্লাস উপভোগ করেন।
প্রশিক্ষণ ক্লাসের বিষয়বস্তু ছিল ফেসিয়াল, মেনি কিউর, পেডি কিউর, হেয়ার কাট, হেয়ার স্টাইল, হেয়ার কালার, রিবন্ডিং, পার্টি মেকাপ ও ব্রাইডাল মেকওভার।
আপনার মতামত লিখুন :