News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

অপসংস্কৃতি না করার শর্তে ১০ বাউল ক্লাবে গানের অনুমতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:৪৫ পিএম অপসংস্কৃতি না করার শর্তে ১০ বাউল ক্লাবে গানের অনুমতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক অশ্লীলতা ও অপসংস্কৃতি না করার শর্তে ১০টি বাউল গানের ক্লাবে রাত ১২টা পর্যন্ত গান করার অনুমতি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে এ শর্তের মুচলেকায় অনুমতি দেয়া হয়।

এর আগে মাদক অশ্লীলতা ও অপসংস্কৃতির অভিযোগে ৪টি ক্লাব বন্ধ করে তাদের ৪জনকে আটক করে পুলিশ। তখন অন্যান্য ক্লাব মালিকরা পুলিশের অভিযানের বিষয় টের পেয়ে তারা ক্লাব বন্ধ করে পালিয়ে যায়। এরপর দিন অপসংস্কৃতি না করার শর্তে ১২ঘন্টা পর আটক রাসেল প্রধান, আব্দুল হাই,  দুলাল ও সালাউদ্দিন থানা থেকে মুচলেকা দিয়ে মুক্তি পায়।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ১০টি ক্লাবে মালিককে শর্তের ফরম দেয়া হয়েছে। তারা এসব শর্ত মেনে রাত ১২টা পর্যন্ত গান করবে। শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ফতুল্লার লিংক রোডের সাইনবোর্ড থেকে পঞ্চবটি পর্যন্ত ১০টি বাউল গানের ক্লাব রয়েছে। এসব ক্লাব গুলোতে সারারাত মাদক সেবীদের উৎপাত আর নারীদের অশ্লিল কার্যক্রম চলে। এছাড়া এসব ক্লাবে আশ্রয় নেয় ছিনতাইকারী চোর ডাকাতসহ নানা অপরাধীরা।

এরপর পরিকল্পনা করে অপরাধ কর্মকান্ড পরিচালনা করা হয়। অনেক সাধারন লোকজন ক্লাব গুলোতে গান শুনতে এসে নারীদের বেহায়াপনায় টাকা ছিটিয়ে সর্বশান্ত হয়ে ঘরে ফিরেন। এতে অনেকের পরিবারে অশান্তে দেখা দিয়েছে। এক সপ্তাহ ক্লাবগুলো বন্ধ থাকায় ফতুল্লায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসে ছিলো।

Islam's Group