News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

দেশে নামসর্বস্ব মানবাধিকার সংগঠনের ছড়াছড়ি : রুমন রেজা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:১০ পিএম দেশে নামসর্বস্ব মানবাধিকার সংগঠনের ছড়াছড়ি : রুমন রেজা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আয়োজিত বিশ্বমানবাধিকার, টেকসই উন্নয়ন ও সার্বজনীন নিরাপত্তা বৈশ্বিক চ্যালেঞ্জ ও অর্জনের সামগ্রিক পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা ১০ ডিসেম্বর বুধবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ শহরতলীর মাসদাইরস্থ স্কাই কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অর্গানাইজেশনের চেয়ারম্যান অ্যাডভাকেট শাহানাজ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ মিডিয়া ব্যক্তিত্ব ড. ফজলুল হক রুমন রেজা।

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলা একাডেমীর জীবন সদস্য মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া।

অর্গানাইজেশনের মহাসচিব সাফায়েত সারদীনের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।

সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জাতীয় দৈনিক সচেতন বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইব্রাহিম খলিল,ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন, জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক শহীদুল্লাহ্ রাসেল ও ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উপদেষ্টা ইউ এস বাংলা হসপিটালের অর্থপেডিক ও ট্রমা বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হুসাইন সৌরভ, মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ফারহানা আক্তার।

সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান মুক্তির সার্বিক তত্ত্বাবধানে অনাড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ইব্রাহিম খলিল, হাজী মুহাম্মদ মহসীন দেওয়ান ও জহিরুল ইসলাম বিদ্যুতকে সম্মাননা দেয়া হয়।

উপস্থিত ছিলেন সাংবাদিক সফিকুল ইসলাম আরজু, ত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না,অর্থ সম্পাদক তাজুল ইসলাম,সদস্য আরিফ আহমেদ নিপু,সিনাফি,শামীম,রাব্বি, আবু জায়েদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফজলুল হক রুমন রেজা বলেন,দেশে নামসর্বস্ব মানবাধিকারের ছড়াছড়ি। এসব সংগঠনের মাধ্যমে উপকারের চেয়ে অপকারই বেশি হয়ে থাকে ভুক্তভোগীদের। এ জাতীয় সংগঠনগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া দরকার। ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মতো একটি মানের সংগঠন। প্রথমে এসে একটু কনফিউশানে ছিলাম পরে চেনা মুখগুলো দেখে ভরসা পেলাম। যেখানে শিল্প-সাহিত্যের।লোকজন আছে,আমার প্রিয় সাংবাদিকেরা আছে সেখানে ভাল কিছুই আশা করা যায়।

Islam's Group