News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

ধানের শীষের চেয়ে খেজুর গাছে দরদ বেশী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:৫৪ পিএম ধানের শীষের চেয়ে খেজুর গাছে দরদ বেশী

বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করে এক সময়ে সক্রিয় থাকা নেতারা এবার ধানের শীষের চেয়ে খেজুর গাছের প্রতি বেশী দরদ দেখাচ্ছেন। এসব নেতারা সকলেই নারায়ণগঞ্জ-৫ আসনের বাসিন্দা। স্থানীয়ভাবেও শক্তিশালী হিসেবে নিজেদের দাবী করেন। তবে এ আসনে ভোটে থাকা ধানের শীষের পক্ষে তেমন দেখা যাচ্ছে না। তবে তাদের দরদ বয়ে যাচ্ছে পাশের নারায়ণগঞ্জ-৪ আসনকে নিয়ে। নিজের আসনের চেয়ে পাশের আসনের জন্য কাজ করতে মরিয়া হয়ে উঠেছেন।

২৪ জানুয়ারী নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েও নিজেকে সরিয়ে নিয়ে বিতর্কে বিধেঁ থাকা মাসুদুজ্জামানের মডেল গার্মেন্টে যান নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মুফতি মনির কাসেমী। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের দুইজন কাউন্সিলর শওকত হাশেম শকু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানা প্রমুখ। মাসুদের নির্বাচনের যে কোর কমিটি ছিল এ তিনজন সেই কমিটির অন্যতম সদস্য।

তাঁদের একজন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। জনপ্রিয় কাউন্সিলর। বিএনপির জন্য নিবেদিত প্রাণ বলা চলে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এক সময়ে কারাগারকে নিয়তি মনে করতেন। সর্বোচ্চ মামলার আসামী তিনি। নারায়ণগঞ্জ-৫ আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নও পেয়েছিলেন। কিন্তু এবার তিনি এ আসনে ধানের শীষের পক্ষে তেমন মাঠে নামেনি। ২৪ জানুয়ারী ধানের শীষের প্রার্থী আবুল কালাম কন্যা বাধনের সঙ্গে নিজের ১৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন। অথচ কিছুদিনে আগেও এ আসনে মনোনয়ন পেয়েও ছেড়ে দেওয়া মাসুদুজ্জামানের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন।

শওকত হাশেম শকু এক সময়ে আওয়ামী লীগের ব্যাপক নিপীড়নের শিকার। বিএনপির সকলে চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার মামলায় রেহাই পেলেও তাকে চার্জশীটভুক্ত করা হয়। এর আগে একবার বহিস্কারের পর এবার তিনি দলেও ফিরেছেন। মাসুদুজ্জামানের পক্ষে জোরালো ভূমিকায় থাকা শকুকে এখন অবধি ধানের শীষের পক্ষে জোরালো দেখা যায়নি।

সাখাওয়াত হোসেন রানা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হলেও সম্প্রতি তিনি গোগনগরে কাসেমীর শীতবস্ত্র বিতরণীতে গিয়েছেন। কিন্তু ধানের শীষের পক্ষে মাঠে নামতে দেখা যায়নি।