লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ, লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালে উদ্যোগে রূপগঞ্জে গন্ধবপুর এলাকায় দিনব্যাপী সেবামূলক কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার ২৩ রূপগঞ্জের গন্ধবপুর তেতুলতলায় সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত দিনব্যাপী এ সেবামূলক কর্মসূচী পালন করা হয়।
দিনব্যাপী সেবামূলক কর্মসূচীতে এক হাজার মানুষের মাঝে চিকিৎসা সেবা, শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরন করা হয়েছে।
কর্মসূচীতে ছিল দৃষ্টি শক্তি পরীক্ষা ও ছানী রোগী বাছাই, ডায়াবেটিক রোগ নির্ণয়, বৃক্ষ বিতরণ, বৃক্ষ রোপন, রক্তের গ্রুপ নির্ণয়, শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।
সেবামূলক কর্মসূচীতে অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ২ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ), ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ), ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা (পিএমজেএফ), সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আব্দুল ওহাব, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর পরিচালক লায়ন আনঞ্জুমান আরা আকসির, লায়ন আলি আকবর, লায়ন শাহ আলম, লায়ন নুরুল হুদা, লায়ন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর সদ্য প্রাক্তন সভাপতি আশরাফুল আলম সিরাজী রাসেল এসময় উপস্থিতি ছিলেন সভায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাইদুল্লাহ হৃদয়,সার্ভিস চেয়ারপার্সন লায়ন সায়েদুল ইসলাম শাকিল, ক্লাব ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন রাকিবুল হাসান শিমুল,
ক্লাব ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোস্তাফিজুর রহমান, ক্লাব ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলাল উদ্দিন,
১ম জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ বিল্লাল হোসেন, ২য় জয়েন্ট সেক্রেটারী লায়ন শামসুর রহমান কাজল, জয়েন্ট ট্রেজারার লায়ন শ্রীকান্ত রায়, জয়েন্ট টেমার লায়ন রাকিব উল হাসান সহ অন্যান্য ক্লাব সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।









































আপনার মতামত লিখুন :