News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

ধনী জেলায় গরীবেরা কাঁপে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:৫২ পিএম ধনী জেলায় গরীবেরা কাঁপে

টানা কয়েকদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। যার কারণে ঘরে বাইরে প্রচন্ড শীতে কাঁপছে সাধারণ মানুষ। জেলা প্রশাসক ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন ছাড়া জনপ্রতিনিধি বা অন্য কোন সংগঠনের শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। এ নারায়ণগঞ্জ জেলা ধনী জেলা হিসেবে পরিচিত।

আওয়ামীলীগ সরকার পতনের পর ইউনিয়ন পরিষদের মেম্বার ছাড়া সকল জনপ্রতিনিধিদের অপসারণ করেন অন্তবর্তী সরকার। এর কারণে গত ১৫ মাস যাবৎ জনপ্রতিনিধি ছাড়া নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ পরিচালিত হচ্ছে।

‘মেয়র চেয়ারম্যান কাউন্সিলর না থাকায় গতবারের মত এবারো শীত কষ্টে পার করতে হবে আক্ষেপ করেন করেন কাশিপুরে ৬২ বছরের জাহানারা খাতুন।’ শনিবার আমরা নারায়ণগঞ্জবাসীর শীতবস্ত্র বিতরণে কম্বল না পেয়ে বসে এই মন্তব্যে করেন। তিনি আরও জানান, আগে ভালো ছিলাম চেয়ারম্যান মেম্বার ও নেতাদের শীতবস্ত্র বিতরণে পুরো পরিবার শীতবস্ত্র মধ্যে শেষ করতাম।

শনিবার আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। জানা গেছে, গত সপ্তাহে রেল-বাস স্টেশন ও কয়েকটি এলাকায় অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এছাড়া এখনো রাজনৈতিক দলের নেতাদের শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতি দলের নেতারা অসহায়দের পাশে দাড়াঁচ্ছে না। বিগত আওয়ামীলীগ সরকার আমলে জনপ্রতিনিধিদের পাশাপাশি দলীয় নেতারাও শীতবস্ত্র বিতরণে ছিলেন। এবার সেই নজর দিক দেখা যাচ্ছে না।

নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় কয়েকদিন ধরেই চলছে প্রচন্ড শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়ায় ও কনকনে শীতের দাপটে মানুষ যেন প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে সমাজের ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জীবনে দেখা দিয়েছে বিপর্যয়। কনকনে শীতের কারণে শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হতে না পারায় কোনো রকমে খেয়ে না খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হচ্ছে। এসব পরিবারের প্রবীণ ও শিশুরা অমানবিক জীবনযাপন করছে। পাতলা ছেঁড়া কাঁথা ও কম্বল জড়িয়ে তারা প্রচণ্ড শীতে রাত্রি পার করছে। এ কারণে শীতজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে অনেকেই। কনকনে শীতে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ মানবেতর জীবনযাপন করলেও শীতবস্ত্র নিয়ে কেউ এগিয়ে আসেনি বলে জানা গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র পরিষদের মাধ্যমে বিতরণ করা হলেও কোনো সাবেক জনপ্রতিনিধিদের দেখা মিলেনি।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group