News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

এমপি নয়, এমপি পুত্ররাই হয়ে উঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু : সুজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:১৪ পিএম এমপি নয়, এমপি পুত্ররাই হয়ে উঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু : সুজন

২৪ জানুয়ারি সকাল ১০ টায় নাসিক ১২ নং ওয়ার্ডের চাঁদমারি, ইসদাইর বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন নারায়ণগঞ্জ ৫ আসনে মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন। 

গণসংযোগে তারিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ–৫ আসনে এমপি থেকে এমপিপুত্ররাই বড় মন্ত্রী হয়ে উঠেন। নারায়ণগঞ্জ–৫ মানেই এমপিপুত্রের ক্ষমতার উত্তরাধিকার। নারায়ণগঞ্জবাসীর স্মৃতি খুব দুর্বল নয়। এই আসনের মানুষ বারবার দেখেছে এমপি নয়, এমপি পুত্ররাই হয়ে উঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। বাবা এমপি হলেই ছেলে হবে চাঁদাবাজির কর্তা। বাবা সংসদে বসলে ছেলে রাস্তা, বাজারঘাট, অফিস, থানা নিয়ন্ত্রণ করবে। এই হচ্ছে অবধারিত নিয়ম। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী আর উত্তরাধিকার রাজনীতি দেখতে চায়। নারায়ণগঞ্জবাসী এমপি পুত্রদের হাত থেকে মুক্তি চায়। রাজনীতি জনগণের সেবার জায়গা হওয়ার কথা। কিন্তু নারায়ণগঞ্জ–৫ এর রাজনীতি হয়ে উঠেছে পারিবারিক সাম্রাজ্য টিকিয়ে রাখার হাতিয়ার। এই আসনের মানুষ আর “ভরসার সন্তান” চায় না। এবার মানুষ চায় পরিবর্তন। চায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ইনশাআল্লাহ, ১২ই ফেব্রুয়ারী জনগণকে সাথে নিয়ে সেই পরিবর্তন পথে আমরা যাত্রা শুরু করবো। সবাইকে মাথাল প্রতীকে ভোট দিতে আহ্বান জানাই।

উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির আহ্বায়ক আবদুল আল মামুন,  শ্রমিক সংহতির জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ রনি শেখ, যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহ সভাপতি সৃজয় সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ।