ফতুল্লায় ঘুড়ি পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক (১০) নামের শিশুর অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফতুল্লা রেলস্টেশন এলাকায় এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। আহত ফারুক ফতুল্লা রেল স্টেশন ব্যাংক কলোনী এলাকার আবু বক্করের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা রেলস্টেশন মান্নান মার্কেটের ছাদ থেকে বিদুৎ লাইনে থাকা ঘুড়ি পারতে গিয়ে বিদ্যুতের উচ্চভোল্টেজ সম্পন্ন মেইন লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার শরীরের একটি বড় অংশ ঝলসে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।


































আপনার মতামত লিখুন :