News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে অন্ধদের জন্য স্কুল করা হবে : তৈমূর  


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৭ পিএম নারায়ণগঞ্জে অন্ধদের জন্য স্কুল করা হবে : তৈমূর  

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অন্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, অন্ধদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষের তাদের পাশে থাকা উচিত। আল্লাহ আমাদের নিয়ামত প্রদান করেছেন। আর তাই নিজেদের স্বার্থে প্রতিবন্ধীদের সাথে থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা শত প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে যাচ্ছি। আমরা ৫০ জন অন্ধকে পুনর্বাসন করবো। নারায়ণগঞ্জে অন্ধদের জন্য একটা স্কুল করবো। এজন্য ছাত্র প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আব্দুল বাসেত আকন্দ বলেন, চাহিদা অনেক কিন্তু আমাদের সাধ্য সীমিত। সরকারি কোনো সাহায্য ছাড়াই নিজস্ব আয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। সীমিত সাধ্যের মধ্যেই আমরা সহযোগিতা করে থাকি।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহ সভাপতি হাজী জয়নাল আবেদীন, অ্যাডভোকেট এ কে খান উজ্জল ও আমীর হোসেন বুলু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।