নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ রোড মোড় থেকে জামতলা ঈদগাহ পর্যন্ত সরকারি জমির উপর নির্মিত দোকানে চাঁদাবাজি বন্ধ ও লিজ প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এলাকাবাসীদের নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় সরকারি তোলারাম কলেজ রোড মোড় থেকে জামতলা ঈদগাহ পর্যন্ত সরকারি জমির উপর নির্মিত দোকানে বিগত কয়েকবছর যাবত চাঁদাবাজি হয়ে আসছে। এই দোকানগুলো হতে চার-পাঁচ জন চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদের দোসর চাঁদাবাজ প্রতিনিয়ত চাঁদা তুলছে, যাদের কাছে কোনো বৈধ টেন্ডার অথবা লিজ নেই। এই অবৈধ চাঁদাবাজদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ।
চাঁদাবাজি ছাড়াও উক্ত চাঁদাবাজরা জামতলা সহ আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাÐ এবং মাদক ব্যবসার মতো বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, তাদের চাঁদা তোলা বন্ধ করতে পারলে এসব অপরাধের পরিমাণও কমে আসবে। তাই তারা আমাদেরকে অনেকদিন ধরে এ বিষয়টি প্রশাসনের নিকট অবগত করার জন্য অনুরোধ করে আসছে।
জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে যাতে উক্ত আওয়ামী ফ্যাসিবাদের দোসর চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেওয়া হয়। সেই সাথে সরকারিভাবে সেসব দোকানের বৈধ টেন্ডার অথবা লিজ এলাকার দায়িত্বশীল কাউকে প্রদান করা হয়।
এলাকাবাসীর দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণে আপনার পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি। যদি আগামী এক সপ্তাহের মধ্যে উক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা বিক্ষুব্ধ এবং নির্যাতিত এলাকাবাসী এবং ছাত্র-জনতাকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবো।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুজ্জামান অনু, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম রাজীব সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক জাহিদ হাসান।
আপনার মতামত লিখুন :